গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চট্টগ্রাম সরকারি মডেল স্কুূল এন্ড কলেজ ২০০৭ খৃস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে, সবুজ শ্যামল ছায়াঘেরা পাহাড়ের পাদদেশে, স্বাস্থ্যকর আবহাওয়ার নির্মল পরশে সরকারের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত প্রাসাদোপম ৫তলা বিশিষ্ট ভবনে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ২.১৩ একর ভ‚মিতে পর্যাপ্ত খোলামেলা পরিবেশে খেলার মাঠসহ সম্পূর্ণ ক্যাম্পাসের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর।
মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান) ও উচ্চ মাধ্যমিক (মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান) পর্যায়ে প্রায় ২৫০০ শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। পর্যাপ্ত শেণিকক্ষ, সুপরিসর ও পর্যাপ্ত বইসমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ বিজ্ঞানাগার, প্রজেক্টরসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম, সম্মেলন কক্ষ, শিক্ষক মিলনায়তনসহ আধুনিক সুযোগ-সুবিধা অত্র প্রতিষ্ঠানে বিদ্যমান।